আওয়ামীলীগের সকল কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছে উপদেষ্টা পরিষদ।
আজ (১০/০৫/২০২৫ইং) রাত ০৮.০০ থেকে ১১.০০ পর্যন্ত ৩ ঘন্টা জরূরী বৈঠক শেষে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী কার্যদিবসে পরিপত্র জারি করা হবে এবং আগামী ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আওয়ামীলীগের বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে।
জুলাই-আগস্ট ২০২৪ এ ব্যাপক গনহত্যা চালানোর দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করায় দেশ ব্যাপী আনন্দ উল্লাস করছে ছাত্র জনতা।