ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলার বর্তমান অবস্থা –
গুলির ঘটনায- ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার জুমার নামাজের পর)
মামলা হয়েছে- পল্টন থানায়।
মামলার তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫।
এ পর্যন্ত আটক- ৫ জন।
উদ্ধার-
১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি অস্ত্র ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
এ সময় ফয়সালের শ্যালকের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬/১২/২০২৫ ইং) রাতে প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে কিছু কিছু উদ্ধার করেছে র্যাব।
এছাড়াও অভিযুক্ত ফয়সালের বোনের বাসা থেকে ১টি ট্যাব, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১টি পুরাতন বাটন ফোন, ২টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানির ৫টি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ৬টি পাসপোর্ট ও ৩৮টি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার জুমার নামাজের পর) হত্যার উদ্দেশ্যে দুই জন মোটর সাইকেল আরোহী তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর ২০২৫ একটি হত্যাচেষ্টা মামলা ফাইল করা হয়েছে। জনাব আব্দুল্লাহ জাবের (ইনকিলাব মঞ্চের সদস্যসচিব) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। উক্ত মামলায় ফয়সালসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে।
পরবর্তীতে ঐ মামলাটি পুলিশের DB (Detective Branch) তে তদন্তের জন্য প্রেরণ করা হয়।
আটক- এই রিপোর্ট লেখা পর্যন্ত (১৭/১২/২০২৫ ইং) মোট পাঁচ জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
১। মোটর বাইকের মালিক।
২। আসামী ফয়সাল করিম মাসুদ এর স্ত্রী।
৩। আসামী ফয়সাল করিম মাসুদ এর শ্যালক।
৩। আসামী ফয়সাল করিম মাসুদ এর বান্ধবী।
৪। আসামী ফয়সাল করিম মাসুদ এর পিতা হুমায়ুন কবিরকে ফয়সালের শ্বশুর বাড়ি নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৫। আসামী ফয়সাল মাসুদ এর মাতা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ফয়সালের মাকে রাতে র্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
মামলার বাদী- আব্দুল্লাহ জাবের, সদস্যসচিব, ইনকিলাব মঞ্চ।
মামলার আসামি- ১। ফয়সল করিম মাসুদ ও অজ্ঞাতনামা ব্যক্তিরা।
এই বিষয়ে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব শামসুল ইসলাম সাহেব জানান, রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এর পানির ট্যাংক সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সাল এর বড় বোন জিয়াসমিনের বাসা। সেই বাসার সংশ্লিষ্ট ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন (১২ ডিসেম্বর ২০২৫ ইং) সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটর বাইকে করে ঐ বাসা থেকে বাহির হয়। ঐ দিন বিকাল ৪টা ০৫ মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী, ভাগিনা ও মাকে ২টি ভবনের মাঝ খানের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। তারপর বিকালে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি চালিত অটোরিকশায় যোগে এলাকা ত্যাগ করে। হত্যাচেষ্টার মামলাটির প্রধান আসামিসহ সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গত ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে রিকসা যোগে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুই সন্ত্রাসী গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে হামলাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে জানা যায়।
হাদির শারিরীক অবস্থা-
হাদির শারিরীক অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাকে সোমবার (১৫/১২/২০২৫ ইং) সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে হাদির শারিরীক অবস্থা উন্নতির দিকে।