“জনতার দল” নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

“জনতার দল” নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।

 

চেয়ারম্যান-

দলটির চেয়ারম্যান হিসাবে থাকবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল

 

মুখপাত্র-

মুখপাত্র হিসাবে থাকবেন সাবেক সেনা কর্মকর্তা ও লেখক ডেল এইচ খান। তিনি জাতিসংঘে কাজ করেছেন এবং তিনি ভূরাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক লেখক।

 

আত্মপ্রকাশ-

আজ ২০ মার্চ ২০২৫ নতুন এই দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান রাজধানির ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটে হওয়ার কথা রয়েছে।

 

কমিটি গঠন-

নতুন এই দলটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করার কথা রয়েছে বলে জানা যায়। এই দলে সামরিক (অব.), বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’ অভিভাবকের ভূমিকায় থেকে ছাত্রদের নেতৃত্ব অর্থাৎ ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ও দলটির একটি বৈশিষ্ট্য হতে পারে।

 

উদ্দেশ্য-

নতুন এই দলটি মধ্যমপন্থা অবলম্বন করে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে বলে জানা যায়। তারা ‘ড. ইউনূসের দেখানো পথ ধরেই সামনের দিকে এগিয়ে যেতে চায়। ‘ড. ইউনূসকে তারা আইডল হিসাবে দেখছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *