রাজধানী ঢাকার মহাখালিসহ বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত অটো রিক্সা চালক ও আইন শৃংখলা বাহীনির সদস্যদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ। ব্যাটারি চালিত অটো রিক্সা চালকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গত ২০/১১/২০২৪ ইং তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের এক আদেশের পর মূলত এই বিক্ষোভ সারা ঢাকায় ছড়িয়ে পড়ে।
ব্যাটারি চালিত অটো রিক্সা চালকদের দাবি, তারা মুক্তভাবে সকল স্থানে তাদের ব্যাটারি চালিত অটো রিক্সা চালাতে চায়। তারা বলেন এটি বন্ধ হয়ে গেলে কিংবা কোন কারণে তারা ব্যাটারি চালিত অটো রিক্সা চালাতে না পারলে তারা পরিবার পরিজন নিয়ে বিপদে পড়ে যাবে। তাদের ইহা ছাড়া কোন আয়ের উৎস না থাকায় তারা সংকটে পরে যাবে।
এই অবস্থায় ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের চেয়েও রাজধানির অধিকাংশ জায়গায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলদার মুক্ত করা বেশি জরুরী বলে মনে করছেন বিশিষ্টজনরা।