যুগ্ম সচিব কিবরিয়াকে ভারতে পালানোর চেষ্টাকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব একেএমজি কিবরিয়া মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবির একটি দল তাকে কসবা উপজেলার পুটিয়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান।
গত ২৫ সেপ্টেম্বর কিবরিয়াকে বিশেষ দায়িত্বে কর্মকর্তা (ওএসডি) করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে কুমিল্লায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সে কারণে গ্রেফতার এড়াতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিল বলে বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, কোনো পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।