উপদেষ্টার সংখ্যা বেড়ে এখন হলো ২১ জন

উপদেষ্টার সংখ্যা বেড়ে এখন হলো ২১ জন

 

প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন উপদেষ্টা ইতিপূর্বে শপথ গ্রহণ করে প্রত্যেকের দায়িত্ব বুঝে নেওয়ার পর এবার আরও উপদেষ্টার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় আজ শুক্রবার (১৬ আগস্ট ২০২৪ ইং) বিকাল ৪ ঘটিকায় বঙ্গভবনে আরও চার জন নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার কথা রয়েছে। নতুন এই চার উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

সচিবালয় সূত্র মতে এরা হলেন-

 

(১) আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব।

(২) ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ।

(৩) মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক সচিব এবং

(৪) জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.)।

 

প্রধান উপদেষ্টাসহ বর্তমানে বাংলাদেশে মোট উপদেষ্টার সংখ্যা হল ২১ জন-

(১) অধ্যাপক মুহাম্মদ ইউনূস – প্রধান উপদেষ্টা

পরিচয়- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ ও নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী।

 

দায়িত্ব প্রাপ্ত মন্ত্রণালয়- মন্ত্রীপরিষদ বিভাগের ১৬ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছে ২৪টি মন্ত্রণালয়-

১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩. জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়; ১৬. পানি সম্পদ মন্ত্রণালয়; ১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; ১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; ১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; ২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ২১. বাণিজ্য মন্ত্রণালয়; ২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; ২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; ২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়;

 

 

(২) জনাব সালেহ উদ্দিন আহমেদ-

পরিচয়- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর।

প্রাপ্ত মনত্রণালয়- ১. অর্থ মন্ত্রণালয়; ২. পরিকল্পনা মন্ত্রণালয়

 

(৩) ড. আসিফ নজরুল –

পরিচয়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

প্রাপ্ত মন্ত্রণালয়-  ১. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

 

(৪) জনাব আদিলুর রহমান খান –  ১. শিল্প মন্ত্রণালয়

 

(৫) জনাব হাসান আরিফ – ১. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

 

(৬) জনাব মোঃ তৌহিদ হোসেন – ১. পররাষ্ট্র মন্ত্রণালয়

 

(৭) সৈয়দা রিজওয়ানা হাসান – ১. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

 

(৮) মিজ শারমীন এস মুরশিদ – ১. সমাজকল্যাণ মন্ত্রণালয়

 

(৯) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন – ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

(১০) ড. আ. ফ. ম. খালিদ হোসেন – ১. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

 

(১১) মিজ ফরিদা আখতার – ১. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 

(১২) মিজ নুরজাহান বেগম – ১. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়\

 

(১৩) জনাব মোঃ নাহিদ ইসলাম – ১. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

 

(১৪) জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – ১. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

 

(১৫) ফারুক-ই-আজম (বীর প্রতীক)

 

(১৬) সুপ্রদীপ চাকমা

 

(১৭) বিধান রঞ্জন রায়

 

নতুন চার জন-

(১৮) আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব।

(১৯) ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থনীতিবিদ।

(২০) মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক সচিব এবং

(২১) জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.)।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *