শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি হত্যা মামলা
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা–
রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় শাহাবুদ্দিন (৩৫) নামক একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে এবং আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪ ইং)।
ঢাকার বিজ্ঞ সি.এম.এম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতে এই মামলাটি দায়েরের জন্য আবেদন করেন মৃত শাহাবুদ্দিনের পিতা আবুল কালাম। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪ ইং) বিজ্ঞ সি.এম.এম আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য আদেশ দিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কে। এই বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদী আবুল কালামের আইনজীবী এডভোকেট লিটন মিয়া।
মামলাটির আসামিরা হলেন–
(১) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
(২) আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,
(৩) সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,
(৪) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
(৫) সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ,
(৬) সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত,
(৭) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান,
(৮) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আই.জি.পি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,
(৯) ঢাকা মহানগর পুলিশ (ডি.এম.পি) এর সাবেক কমিশনার হাবিবুর রহমান,
(১০) অতিরিক্ত কমিশনার (ডি.বি) মো. হারুন অর রশীদ ও
(১১) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
মামলার আরজিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গত ৫ আগস্ট শেরেবাংলা নগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন শাহাবুদ্দিন।
এই নিয়ে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪ ইং) পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলো মোট চারটি।
(১) ১৩ আগস্ট ২০২৪ (মঙ্গলবার)- রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়।
(২) ১৪ আগস্ট ২০২৪ (বুধবার)- রাজধানীর কাফরুলে কলেজছাত্র ফয়জুল ইসলামকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে কাফরুল থানা ওসিকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন আদালত।
(৩) ১৪ আগস্ট ২০২৪ (বুধবার)- সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করার জন্য উত্তরা পশ্চিম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
(৪) ১৫ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার)- রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শাহাবুদ্দিন (৩৫) নামক একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ১১ জনের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন আদালত।